সাভার: জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা জেলা কমিটির অধীন চারটি ইউনিটের কমিটিকে সম্পূর্ণ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে রয়েছে আশুলিয়া থানা ছাত্রদল, সাভার থানা ছাত্রদল, সাভার পৌরসভা ছাত্রদল ও সাভার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কমিটি।ঢাকা জেলা শাখা ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন মাসুম ওরফে হাজী মাসুম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি বিলুপ্তির দিন থেকে আগামী ১ মাসের মধ্যে বিলুপ্তকৃত কমিটি সমূহ পুনর্গঠন করা হবে।
এ ব্যাপারে ঢাকা জেলা ছাত্রদলের কয়েকজন নেতার সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আগামী এক মাসের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে। তাই পূর্বের কমিটিকে বাতিল ঘোষণা করা হয়েছে।
তবে নতুন কমিটি সমূহে রাজপথের আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, এমন ত্যাগী নেতাদের স্থান দেওয়া হবে বলেও জানান তারা।