মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর ব্যুরো প্রধান,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
বলেছেন, চলনবিলের জনপথ এখন আর চরমপন্থি ও বাংলা ভাইয়ের
অভয়ারন্য নয়,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তির জনপদে
পরিনত হয়েছে। এলাকার শান্তিকামী জনতা উন্নয়নের স্বপ্নে
ঐক্যবদ্ধ। শনিবার বিকেলে নাটোরের সিংড়ায়
জঙ্গিবাদ,সন্ত্রাস বিরোধী ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে
রাজশাহী বিভাগের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যুক্ত
হয়ে প্রতিমন্ত্রী একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন,চলনবিলের
মানুষ প্রাকৃতিক দুর্যোগে এখন আর অসহায় নয়।
বিদ্যুত,স্বাস্থ্য-শিক্ষা,অবকাঠামো উন্নয়নের সুবিধা নিয়ে
তারা উদ্বৃত্ত খাদ্য উৎপাদন করছে।গণভবন থেকে ভিডিও কনফারেন্স
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমেই নাটোরের সিংড়া
কোর্ট মাঠে সংযুক্ত হয়ে জেলা পরিষদের প্রশাসক সাজেদুর
রহমান খান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামিমা
আক্তার রোজী এবং ১০ টাকা কেজি দরে চাল গ্রহিতা একজন
উপকার ভোগীর বক্তব্য শোনেন। এসময় অন্যান্যের মধ্যে জেলা
প্রশাসক শাহিনা খাতুন,পুলিশ সুপার বিপালব বিজয়
তালুকদার,সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর
রহমান,উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর
মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।