আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ পুলিশ ভেরিফিকেশনে
হয়রানী নয়, উল্টো উপহার পেয়েছেন ঠাকুরগাঁওয়ে ৩৫তম
বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন।
শুক্রবার রাতে ওই ২০ প্রার্থীর বাড়িতে ফুলের তোড়া ও মিষ্টি দিলেন
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, সদর
থানার ওসি মশিউর রহমান সহ কয়েকজন উপ-পরিদর্শক (এসআই)।
পুলিশ সুত্রে জানা গেছে, এ জেলায় ২০ জন ৩৫তম বিসিএস
পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এরমধ্যে তিনি ১২ জন ও সহকারী পুলিশ
সুপার আবুল কালাম আজাদ ৮ জন প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনের
দায়িত্ব পেয়েছেন।
৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ঠাকুরগাঁও শহরের বসিরপাড়া
এলাকার হামিদুর রহমানের ছেলে মাহাবুব হাসান বলেন, পুলিশের
সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা ছিল। কিন্তু পুলিশের এমন
উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করেছে এবং পুলিশের সম্পর্কে ভুল
ধারণাটা পরিবর্তন হয়েছে।
৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ঠাকুরগাঁও সদর উপজেলার
শুখানপুকুরী ইউনিয়নের সহরাব আলীর মেয়ে সাবিনা ইসলাম বলেন,
ভেবেছিলাম পুলিশ ভেরিফিকেশনে নানা ধরনের হয়রানি করবে। কিন্তু
উল্টো পুলিশ সদস্যরা বাড়িয়ে এসে ফুলের তোড়া ও মিষ্টির
প্যাকেট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এমন ঘটনা কখনো দেখিনি।
পুলিশের এমন উদ্যোগ আমার ভুল ধারনাটাকে পাল্টে দিয়েছে।
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন,
পুলিশ সুপার ফারহাত আহমেদ এর ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি জেলায়
বিসিএস পরীক্ষায় ২০ জন প্রার্থী ও তাদের বাবা মায়ের হাতে
দেয়া হয়েছে।
তিনি বলেন, পুলিশ ভেরিফিকেশনের বিষয়টি নিয়ে মানুষের মধ্যে
একটা ভয় কাজ করে। এই ভয়টাকে মানুষের মাঝ থেকে দুর করার জন্যই
এই উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগের কারণে মানুষের মাঝে
প্রচলিত ধারণাকে পাল্টে দিয়েছে।