ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর এলাকায় এক আটোচালক হত্যাকান্ডের ২০ দিন
অতিবাহিত হলেও আসামীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এলাকায়
আসামীরা ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারছেনা বলে
অভিযোগ মৃতের পরিবারের সদ্যরা।
মামলা সুত্রে জানা গেছে, শহরের নিশ্চিন্তপুর এলাকায়
প্রতিবেশী রতনের সঙ্গে একটি জমি নিয়ে বিরোধ চলছিল আল
মামুনের। গত মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে ওই জমিতে রতন গাছ
লাগাতে গেলে মামুন তাতে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা
কাটাকাটি ও হাতাহাতি হয়। এর এক পর্যায়ে লাঠি দিয়ে
মামুনকে আঘাত করেন রতন। স্থানীয়দের সহায়তায় ঠাকুরগাঁও সদর
হাসপাতালে নেওয়ার পথে মামুনের মৃত্যু হয়।
নিহত আল মামুন (৪০) শহরের নিশ্চিন্তপুর এলাকার প্রয়াত
ইয়াসিন আলীর ছেলে।
এ ঘটনায় ওই দিন রাতেই আল মামুনের ভাই বাদী হয়ে রতন,
মোস্তফা, মজিদ, শিউলি আক্তার, মঞ্জুয়ারা, আঞ্জু বেগম, আফজাল
হোসেন, আলম, আকিম উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে
৪/৫ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের
করে।
পুলিশ ওই মামলার আসামি রতনকে গ্রেপ্তার করলেও বাকি
আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।
মামলার বাদী সাদেকুল ইসলাম অভিযোগ করে বলেন, আসামিরা
এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ তাদের গ্রেপ্তার
করতে গড়িমসি করছে। এছাড়া মামলা তুলে নেয়ার জন্য আসামীরা
বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামিম হক
বলেন, আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত
রয়েছে। দ্রুত বাকী আসামীদের গ্রেপ্তার করা হবে।