প্রথম ম্যাচে দারুণ জয়ে বিপিএলের চতুর্থ আসর শুরু করেছিল চিটাগং ভাইকিংস। কিন্তু এরপর টানা তিনটি ম্যাচে হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে তামিমের দলকে। বিশেষ করে সর্বশেষ ম্যাচে বরিশাল বুলসের কাছে হারের পর চরম হতাশ অধিনায়ক তামিম ইকবাল। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে দলের খেলোয়াড়দের আরো দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ১৬৩ রান করেছিল চিটাগং ভাইকিংস। প্রথম ১৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছিল ১১৬ রান। কিন্তু প্রত্যাশা অনুযায়ী স্কোরটা বড় করতে পারেননি পরবর্তী ব্যাটসম্যানরা। শেষ সাত ওভারে স্কোরবোর্ডে জমা হয়েছিল মাত্র ৪৭ রান। স্কোরটা বড় করতে না পারায় শেষপর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে চিটাগংকে। বিফলে গেছে তামিমের ৭৫ রানের দারুণ ইনিংস। ব্যাটসম্যাদের দায়িত্বহীনতার কারণেই আরো বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি বলে মনে করেন তামিম।
শুধু ব্যাটসম্যানদের দায়িত্বহীনতাই নয়। সব বিভাগের ব্যর্থতায় চরম দুর্দশার মধ্যে পড়েছে চিটাগং। যে কারণে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আবারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন চিটাগং অধিনায়ক। দলের ব্যর্থতায় হতাশ তামিম বলেন, ‘যেভাবে সবাই খেলছে, অনেক বড় কোচ, অনেক বড় খেলোয়াড় এনেও কোনো লাভ হবে না। শুধু আমি নই, দলের এই দুর্দশায় অনেকেই হতাশ। এভাবে খেলতে থাকলে সাফল্য পাওয়া কঠিনই হয়ে যাবে আমাদের জন্য।’
ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গে কথাও বলেছেন চিটাগং অধিনায়ক। কিন্তু তারপরও কোনো লাভ হচ্ছে না বলে জানিয়েছেন তিনি, ‘আমাদের দলের প্রায় সব খেলোয়াড়ই অভিজ্ঞ। তাদের নিজেদেরই সবকিছু বোঝার কথা, কী তাদের করণীয়। তারপরও আমি কথা বলেছি তাদের সঙ্গে, কিন্তু কোনো লাভ হয়নি।’
এখন তাই ফ্র্যাঞ্চাইজদের জন্য খারাপই লাগছে অধিনায়ক তামিমের, ‘সত্যিই এখন আমার খুবই খারাপ লাগছে ফ্র্যাঞ্চাইজদের জন্য। আমরা তাদের কিছু দিতে পারছি না।’