স্মার্টফোন ও ইলেকট্রনিক পণ্য নির্মাতা চীনা প্রতিষ্ঠান শাওমি অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে শাওমির তৈরি স্মার্টফোনগুলো এশিয়ার দেশগুলোতে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।
গত শুক্রবার চীনে অনলাইনে বিক্রির জন্য ছাড়া হয়েছিল শাওমির নতুন স্মার্টফোন রেডমি নোট ৪এ। মাত্র ২৪ ঘণ্টায় ফোনটির ১০ লাখ কপি বিক্রি হয়েছে। আর এ খবর জানিয়েছেন শাওমি গ্লোবাল-এর ভাইস প্রেসিডেন্ট হুগো বাররা।
এক টুইটে হুগো জানান, মাত্র ২৪ ঘণ্টায় ১০ লাখ শাওমি রেডমি নোট ৪এ স্মার্টফোন বিক্রি হয়েছে যার বিক্রিমূল্য ১২০০ কোটি চীনা ইয়েনেরও বেশি। এর মাধ্যমে গত বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হয়েছে।
শাওমির মতে, তাদের জনপ্রিয় মি সিরিজের সবচেয়ে বেশি বিক্রীত পণ্যগুলোর মধ্যে রয়েছে রেডমি ৪এ, মি রাউটার ৩, মি নোটবুক, মি প্যাড, মি ব্যান্ড ২, মি ড্রোন, মি এয়ার পিউরিফায়ার, নাইনবোট মিনি এবং মি লাগেজ।
এর আগে গত বছরের এপ্রিলে ২৪ ঘণ্টায় ২০ লাখ ১১ হাজার স্মার্টফোন বিক্রি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সবচেয়ে কম সময়ে বেশি ফোন বিক্রির রেকর্ড করেছিল শাওমি। ২০১৪ সালে সারা বিশ্বে ছয় কোটি ১০ লাখ স্মার্টফোন বিক্রি করেছিল শাওমি। স্মার্টফোন বিক্রির দিক থেকে শাওমি বিশ্বে বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে।
প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমির যাত্রা শুরু হয়েছিল ২০১০ সালের এপ্রিলে। ২০১১ সালের আগস্টে বাজারে ছাড়া হয়েছিল শাওমির প্রথম স্মার্টফোন শাওমি মি১।