নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার বিকেল ৪টায় রাজধানী গুলশানের হোটেলে ওয়েস্টিনে এ সংবাদ সম্মেলন করা হবে।
বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা সাইরুল কবির খান আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন পুনর্গঠন ও পরবর্তী নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার গঠনে দলের প্রস্তাবনা তিনি তুলে ধরবেন সংবাদ সম্মেলনে। এ ছাড়া নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ও বাড়ি-ঘরে এবং সাঁওতালদের ওপর হামলাসহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলবেন বিএনপি চেয়ারপরসন।
সংবাদ সম্মেলনে সাংবাদিক ছাড়াও সুশীলসমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।