সোহেল রানা,(হিলি) প্রতিনিধি:দিনাজপুরের হিলি সীমান্তে মাদক
চোরাকারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হয়েছে।আহত বিজিবি সদস্যরা
হলেন,মোস্তাক আহম্মেদ,ইউসুফ আলী।এসময় বিজিবি সদস্যরা আত্নরক্ষায় ৫ রাউন্ড
ফাকাঁ গুলি ছুড়ে।ঘটনাস্থল থেকে তিনটি ধারালো অস্ত্রসহ ২১৩ বোতল ফেন্সিডিল
উদ্ধার করা হয় এবং শাওন নামে মাদক চোরাকারবারীকে গুলি বিদ্ধ অবস্থায় আটক
করা।আটকৃত শাওন হাকিমপুর উপজেলা হিলি দক্ষিন বাসুদেবপুর এলাকার গুটু
মিয়ার ছেলে।বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার জানান,আজ সোমবার() ভোর
রাতে উপজেলার চেংগ্রাম এলাকা দিয়ে ২৫-৩০ জনের একদল মাদক চোরাকারবারী
ফেন্সিডিল পাচার করছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে হিলি ক্যাম্পের বিজিবি
কয়েকজন সদস্য বোয়ালদার এলাকায় ধানক্ষেতে ওতপেতে থাকে। এসময় বিজিবি
উপস্থিতি ট্যার পেয়ে চোরাকারবারীরা তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে
বিজিবির উপর হামলা চালায়।এসময় বিজিবি সদস্যরা আত্নরক্ষাতে ফাকাঁ গুলি
বর্ষন করে।এতে এক চোরাকারবারী গুলি বিদ্ধ হয় পরে তাকে আটক করে দিনাজপুর
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।