রংপুরের কেল্লাবন্দে নির্মাণাধীন বাড়ির মাটি খুঁড়তে গিয়ে করতে গিয়ে বোমা বিস্ফোরণে এক শ্রমিক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের কেল্লাবন্দে ব্যবসায়ী সেকেন্দার আলীর বাড়ি পুনঃনির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন শ্রমিকরা। এসময় হঠাৎ বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়।
এতে নির্মাণ শ্রমিক আমিনুল গুরুতর আহত হন। সেখানে আরো বোমার মতো বস্তু দেখা গেছে।
এ ঘটনায় রংপুর সেনানিবাসের বোমা বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে।