মোঃ আশিকুর রহমান,জেলা প্রতিনিধি নাটোর ,
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলএর-সুগার উৎপাদন প্ল্যান্ট, ৬
মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ প্ল্যান্ট, ইথানল (ডিসটিলারী) উৎপাদন
প্ল্যান্ট ও বায়ো ফার্টিলাইজার প্ল্যান্ট স্থাপনের জন্য মঙ্গলবার ‘একনেক’ এর বৈঠকে
৩২৪ কোটি ১৮ লক্ষ টাকা অনুমোদন দেওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়ে বুধবার সকালে
আনন্দ মিছিল বের করে মিলের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা। এসময় উপজেলা শ্রমিক
লীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মিলের কৃষি
মহাব্যবস্থাপক নিতাইচন্দ্র রায়, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন
ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, মিলের সিবিএ সাধারণ সম্পাদক ওমর আলী
সাবেক সভাপতি খায়রুল বাসার ভাদু, নাটোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম
কাওসার , শ্রমিক নেতা দেলোয়ার হোসেন খান প্রমুখ।