রাজধানীর পল্লবী এলাকায় শরিফুন্নেসা (৭০) নামের এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, পল্লবী থানাধীন ঝুটপট্টি এলাকার রাব্বানী হোটেলের পাশে একটি ছয়তলা বাড়ির তৃতীয় তলা থেকে শরিফুন্নেসার গলা কাটা লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাড়ির দারোয়ান রাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে শরিফুন্নেসাকে হত্যা করা হয়েছে। কারা, কী কারণে এই হত্যাকাণ্ড করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য শরিফুন্নেসার লাশ ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।