ঝিনাইদহে পুলিশ ও ষড়যন্ত্রকারীদের দায়ের করা মিথ্যা মামলায় আগাম জামিন
পেয়েছেন দুই সাংবাদিক নয়ন খন্দকার ও আরিফ মোল্লা। বুধবার দুপুরে চীফ
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় এর আদালতে হাজির হয়ে জামিন আবেদন
করলে আদালতের বিজ্ঞ বিচারক আশরাফ আলী তাদের আগাম জামিন প্রদান
করেন।
সাংবাদিক নয়ন খন্দকার বলেন, গত ১২ নভেম্বর দিবাগত রাতে স্থানীয় থানা
পুলিশ ও কতিপয় ষড়যন্ত্রকারীরা ফয়লা গোরস্থান পাড়ার শেখ আব্দুল মালেকের
ছেলে মাজেদুল ইসলামকে দিয়ে বাড়ির আসবাবপত্র ভাংচুর, স্বর্ণলংকার ও
টাকা পয়সা লুটপাটের একটি কল্পকাহিনী সাজিয়ে থানায় মিথ্যা মামলা
দায়ের করে। ওই মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা
হয়।
গত ২৮ অক্টোবর দিবাগত রাতে একটি মেয়েলি ঘটনায় পাইকপাড়া গ্রামের
শ্বশুর বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিষয়ের শেষ বর্ষের ছাত্র
জাহাঙ্গীর আলমকে আটক করেন কালীগঞ্জ থানার এএসআই তহিদুর রহমান।
পরে তাকে থানা হেফাজতে চোঁখ বেধে নির্যাতন করা হয়। এ খবর বিভিন্ন
পত্র-পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশের জের ধরে সাংবাদিকদের
নামে মিথ্যা করা হয়েছে বলে জানা গেছে।