বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলে আজ অনুষ্ঠিত হবে দু’টি খেলা।
প্রথম ম্যাচে দুপুর দেড়টায় রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামবে চিটাগাং ভাইকিংস।
অপর ম্যাচে সন্ধ্যা সোয়া ৬টায় রংপুর রাইডার্সের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
জয় দিয়ে আসরের শুরু করলেও পরের চার ম্যাচে টানা হারে অনেকটাই ব্যাকফুটে চিটাগাং ভাইকিংস। সবশেষ ম্যাচে ঘরের মাঠে ঢাকার কাছে হেরেছে তারা। এখন পর্যন্ত ৩ খেলায় দুই পরাজয় ও এক জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে রয়েছে রাজশাহী কিংস।
রংপুরকে হারিয়ে আসরের প্রথম জয় পেতে চায় কুমিল্লা। আর অপেক্ষাকৃত দুর্বল কুমিল্লাকে হারিয়ে শীর্ষস্থান ফিরে পেতে মাঠে নামবে রংপুর।